কোম্পানী পরিচিতি
প্রশ্নঃ এটা কি বা এই কোম্পানীর
কাজ কি
?
প্রশ্নঃ ম্যানেজমেন্ট কে
আছে বা কে পরিচালনা করছে ?
উত্তরঃ কোম্পানীর প্রতিষ্ঠাতা ব্যাবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা জনাব ক্যাপ্টেন আব্দুর রাজ্জাক।
বর্তমান চেয়ারম্যানঃ লেঃ কর্ণেল তালুকদার আলাউদ্দিন,
পিএসসি, জি (অবঃ)।
ব্যবস্থাপনা পরিচালকঃ
মোঃ সোহাগ
পরিচালক অপারেশনঃ
খন্দকার নিজানুর রহমান, পিএসসি, জি (অবঃ)
প্রশ্নঃ আপনি কি করবেন
বা করতে পারেন
?
উত্তরঃ আপনার বা আপনার প্রতিষ্ঠানের যদি নিরাপত্তা প্রহরীর
(সিকিউরিটি গার্ড) প্রয়োজন হয় তবে আপনি আমাদের কোম্পানী থেকে সেই সেবা গ্রহন করতে পারেন
অথবা আপনার অথবা আপনার পরিচিত কাহারো যদি সিকিউরিটি চাকুরির প্রয়োজন হয় তবে চাকুরি
করার জন্য আমাদের প্রতিষ্ঠানে যোগদান করতে পারেন।
প্রশ্নঃ আপনি আমাদেরকে
কিভাবে পাবেন ?
উত্তরঃ শুধু একটি ফোন কলই আপনাকে সেবা দেওয়ার জন্য আমরা
দীর্ঘ 20 বছর ধরে প্রস্তুত তাই আমাদেরকে একটি ফোন
কল করে আমাদের সেবটি যাচাই করে
নিন। আমাদের অফিস ঢাকা, সাভার, রংপুর
এর যে কোন একটিতে সরাসরি চলে আসুন অথবা ফোন করুন।
প্রশ্নঃ কেন আমাদের কোম্পানীকে
বাছাই করবেন
?
উত্তরঃ দীর্ঘ 20
বছর ধরে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারগণ অক্লান্ত
পরিশ্রমের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন যার ফলশ্রুতিতে আজ সারাদেশে এর ব্যপ্তি ছড়িয়ে পড়েছে। বর্তমানে 5,000 পাঁচ হাজারের অধিক সিকিউরিটি প্রশিক্ষণ
শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত রয়েছেন। আমাদের
আছে দীর্ঘ 20 বছরের সুনাম ও অভিজ্ঞতা তাই আপনার সিকিউরিটি
গার্ডের প্রয়োজন হলে অথবা সিকিউরিটি গার্ডের
চাকুরির প্রয়োজন হলে আজই যোগাযোগ করুন।
প্রশ্নঃ চাকুরিতে যোগদানের
জন্য কি করতে হবে ?
উত্তরঃ আপনার 2
কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্র, শিক্ষাগত
যোগ্যতার সনদ এর মূলকপি শুধু প্রয়োজন যা আপনাকে
90 দিন অত্র কোম্পানীতে
জমা রাখতে হবে। এর পর প্রশিক্ষণ শেষে আপনি চাকুরিতে যোগদান করতে পারবেন। প্রশিক্ষণ
কালীন সময় থাকা ও খাওয়া ফ্রী। এরপর চাকুরি
কালীন সময়ে শুধু খাবার টাকা আপনাকে প্রদান করতে হবে।
চাকুরি কালীন সময়ে কোম্পানী প্রদত্ত পোষাক পরিধান করে আপনাকে ডিউটি করতে হবে। ডিউটি সময় হবে 8 অথবা
12 ঘন্টা।
প্রশ্নঃ আপনার বেতন কত
হবে
?
উত্তরঃ আমাদের
কোম্পানীর সিকিউরিটি গার্ডে সর্বনিম্ন বেতন 7,200/- (সাত হাজার দুইশত)
টাকা ও সর্বোচ্চ বেতন 9,000/- (নয় হাজার) টাকা। আপনার শারীরিক গঠন,
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আপনার বেতন নির্ধারণ করা হবে।
কর্পোরেট অফিসঃ
হাউজ # 20, রোড # 2/এ, সেক্টর
# 12, উত্তরা,
ঢাকা।
মোবাইলঃ 01705406701, 01705406702
shohag@shohagsecurity.com
|
রংপুর অফিসঃ
253, বিধাতার দান, জি এল রায় রোড, পূর্ব
কামাল কাছনা
সাত মাথা, রংপুর।
মোবাইলঃ 01705406703, 01705406710
|
রেজিষ্টার অফিসঃ
কুরগাঁও নতুন পাড়া, নবীনগর, আশুলিয়া,
সাভার, ঢাকা-1344
মোবাইলঃ 01705406707, 01705406715
www.shohagsecurity.com
|
ট্রেনিং একাডেমীঃ
ঢাকা কো-অপারেটিভ হাউজ বিল্ডিং সোসাইটি,
নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা-1344
মোবাইলঃ 01705406711, 0170980962
|
No comments:
Post a Comment