সোহাগ সিকিউরিটি সার্ভিসেস লিঃ প্রতিষ্ঠিত হয় 1997 সালে অর্থাৎ কোম্পানী বর্তমান বয়স 20 বছর। কোম্পানীর প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন আব্দুর রাজ্জাক। বর্তমানে কোম্পানীর চেয়ারম্যান হিসাবে রয়েছেন লেঃ কর্ণে ল তালুদার আলাউদ্দিন, পিএসসি, জি (অবঃ) এবং পরিচালক অপারেশন হিসাবে আছেন মেজর খন্দকার নিজানুর রহমান, পিএসসি, জি (অবঃ)।
বর্তমানে 50 টিরও অধিক কোম্পানীর সাথে কোম্পানীটি ব্যবসা করে আসছে। দীর্ঘ 20 বছরের পথ চলায় 5 হাজারের ও অধিক সিকিউরিটি গার্ড অত্র কোম্পানীর নিজস্ব প্রশিক্ষণ একাডেমীতে প্রশিক্ষণ শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
রেজিষ্টার অফিসের ঠিকানাঃ কুরগাঁও নতুন পাড়া, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা।
কর্পোরেট অফিসের ঠিকানাঃ হাউজ # 20, রোড # 2/এ, সেক্টর # 12, উত্তরা, ঢাকা।
ট্রেনিং একাডেমী ঃ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুর রাজ্জাক ট্রেনিং একাডেমী।
ঢাকা কো-অপারেটিভ সোসাইটি লিঃ, সাভার গল্ফ ক্লাবের পিছনে
আশুলিয়া, সাভার, ঢাকা।
No comments:
Post a Comment